Thank you for trying Sticky AMP!!

এ বছরের জনপ্রিয় ৫ ফোন

আইফোন ৭

চলতি বছরের প্রথম তিন মাস জানুয়ারি থেকে মার্চ বা প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপলের আইফোন ৭। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে দুই কোটি ১৫ লাখ ইউনিট আইফোন ৭ বাজারে ছেড়েছে অ্যাপল। প্রথম প্রান্তিকে আইফোন ৭ বাজারের ছয় শতাংশ দখল করেছে। বাজারের পাঁচ শতাংশ দখল করে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইফোন ৭ প্লাস। এ প্রান্তিকে এক কোটি ৭৪ লাখ ইউনিট আইফোন ৭ প্লাস বাজারে এসেছে।

গত বুধবার স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের নির্বাহী পরিচালক নেইল মাউসটন বলেন, ২০১৭ সালের প্রথম প্রান্তিকে ৩৫ কোটি ৩৩ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে এসেছে। এর মধ্যে শীর্ষ পাঁচটি জনপ্রিয় মডেল বেশি বিক্রি হয়েছে।

তৃতীয় জনপ্রিয় স্মার্টফোন হিসেবে উঠে এসেছে চীনা স্মার্টফোন নির্মাতা অপোর আর ৯ এস মডেলটি। ৯০ লাখ ইউনিট বিক্রি হয়েছে এ স্মার্টফোনটি। বাজার দখলের হিসেবে এটি তিন শতাংশ দখল করেছে।

স্যামসাং বর্তমানে এস ৮ পোর্টফোলিও নিয়ে কাজ করছে। তবে এ বছরের প্রথম প্রান্তিকে শীর্ষ পাঁচের মধ্যে স্যামসাংয়ের দুটি মডেল স্থান পেয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি জে ৩ বাজারের দুই শতাংশ দখল করে চতুর্থ স্থানে রয়েছে। বাজারের এক শতাংশ দখল করে তালিকার পঞ্চম স্থানে রয়েছে গ্যালাক্সি জে ৫। তথ্যসূত্র: আইএএনএস।