Thank you for trying Sticky AMP!!

ওয়ান স্টপ সার্ভিস দিতে বেজা-বিজনেস অটোমেশন চুক্তি সই

বেজা-বিজনেস অটোমেশন চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দ্বিতীয় ধাপে কার্যকর ওয়ান স্টপ সেবা (এসওএস) দিতে চুক্তি সই করেছে বাংলাদেশের সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেড। আজ মঙ্গলবার রাজধানীর বিডিবিএল ভবনে বেজার মিলনায়তনে এ বিষয়ে চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী, নতুন করে বেজার ২৬টি সেবাকে ওয়ান স্টপ সেবা দিতে কাজ করবে বিজনেস অটোমেশন। এসব সেবার মধ্যে আছে ভূমি, স্থানীয় কেনাকাটা, লেনদেন, এনওসি সার্টিফিকেট প্রভৃতি। এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলকে কার্যকর সেবা দিতে সক্ষম হবে বেজা। এ ছাড়া বিনিয়োগকারীরা দ্রুত ঝামেলাহীন সেবা পাবে। এর আগে এই সেবা থেকে প্রকল্প ছাড়, আমদানি-রপ্তানি অনুমতি, ভিসা ও কাজের অনুমতির বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। ওয়ান স্টপ সেবা চালু হওয়ায় এখন অনলাইন আবেদন, সনদ গ্রহণ সুবিধা হবে।

চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী ও অতিরিক্ত সচিব এম এমদাদুল হক ও বিজনেস অটোমেশনের প্রধান নির্বাহী বজলুল হক বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক আফসার উদ্দিন চৌধুরী প্রমুখ।