Thank you for trying Sticky AMP!!

গাড়ি চলে সূর্যের আলোয়

সৌরশক্তিচালিত গাড়ি

সূর্যের আলো গাড়ির শক্তি জোগাবে। গাড়ির ছাদে আর ঢাকনায় লাগানো থাকবে সৌরপ্যানেল। এ সৌরপ্যানেলগুলো সূর্য থেকে শক্তি সংগ্রহ করে ব্যাটারিতে সঞ্চয় করে রাখবে। ১৬ সেপ্টেম্বর সৌরশক্তিনির্ভর একটি গাড়ি পরীক্ষা করে দেখেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। খবর রয়টার্সের।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গবেষকেরা ‘প্রাকটিক্যাল’ নামের সৌরশক্তিনির্ভর গাড়িটি তৈরি করেছেন। সৌরশক্তিনির্ভর গাড়ি পরীক্ষামূলকভাবে চালিয়ে সাফল্য পেয়েছেন গবেষকেরা।
গবেষকদের দাবি, কয়েক বছরের মধ্যেই এ ধরনের গাড়ি বাজারে চলে আসবে। সাধারণ গাড়ির মতোই দেখতে হবে সৌরশক্তিচালিত এ গাড়ি।