Thank you for trying Sticky AMP!!

গাড়ির খোঁজ রাতেই বেশি!

গাড়ি

অনলাইনে যাঁরা গাড়ির খোঁজখবর করেন তাঁরা রাতেই বেশি গাড়ি কেনাবেচার ওয়েবসাইটে যান। গাড়ি কেনাবেচার ওয়েবসাইট কারমুডি এ তথ্য জানিয়েছে।
কারমুডির তথ্য অনুযায়ী, নতুন ও পুরোনো গাড়ির ক্রেতাদের অধিকাংশই এখন অনলাইনে গাড়ির খোঁজ করেন আর তাদের গাড়ি খোঁজার প্রিয় সময় হচ্ছে রাতের বেলা। ৪০ শতাংশের বেশি গাড়ি ক্রেতারা বিকেল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত অনলাইনে গাড়ি বিক্রির ক্লাসিফায়েড বিজ্ঞাপনগুলোতে চোখ বুলান।
২০১৩ সালে প্রতিষ্ঠার পরে কারমুডি বর্তমানে বাংলাদেশ, ক্যামেরুন, কঙ্গো, ঘানা, ইন্দোনেশিয়া, আইভরিকোস্ট, মেক্সিকো, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, কাতার, রুয়ান্ডা, সৌদি আরব, সেনেগাল, শ্রীলঙ্কা, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, এবং জাম্বিয়ায় কার্যক্রম পরিচালনা করছে।
কারমুডির তথ্য অনুযায়ী, ই-কমার্সের বৃদ্ধি ও অনলাইনে কেনাকাটার জন্য মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়ার এখন অ্যাপ্লিকেশনের ব্যবহার বাড়ছে। মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে ৫৫ শতাংশের বেশি রাতেই গাড়ির খোঁজখবর করেন।