Thank you for trying Sticky AMP!!

ঘরে বসে হিসাব খোলার সুবিধা আনল ব্র্যাক ব্যাংক

তথ্যপ্রযুক্তিনির্ভর দুটি সেবা চালুর ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর একটি হচ্ছে স্মার্ট ওপেনার ও আরেকটি মোবাইল অ্যাপ। ‘স্মার্ট ওপেনার’ এর মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলতে পারবেন। 

এই সেবার আওতায় গ্রাহককে ব্যাংকে যেতে হবে না, বরং ব্যাংকের কর্মকর্তারাই গ্রাহকের বাড়িতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব খুলে দেবেন। ব্যাংক কর্মকর্তারা তাঁদের সঙ্গে একটি ট্যাবলেট আনবেন ও তা দিয়ে গ্রাহকের ছবি তুলবেন। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাগজপত্র সংগ্রহ করবেন।
প্রাথমিকভাবে ঢাকায় এ সেবাটি পাওয়া যাবে। কল সেন্টারে কল করে বা ইমেইল করে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক থেকে কর্মকর্তাকে ডাকা যাবে। এ ছাড়া অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলাসহ ব্যাংকের অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন আহমেদ এ সেবা উদ্বোধন করেন।