Thank you for trying Sticky AMP!!

ঘুরে এলাম বাণিজ্য মেলা

টিকিটটা দেন।
গতকালকেও তো আপনারে দিসিলাম, কথা নাই বার্তা নাই, সুন্দর টিকিটটারে ছিঁইড়া ফেললেন! ভুইলা গেসি মনে করসেন?
বাণিজ্য মেলায় এসে পাক্কা দুইটা ঘণ্টা ঘোরালে, কোনো কিছুই তো কিনে দিলে না।
মিথ্যা কথা বোলো না, জানু! গেট দিয়া ঢোকার সময়ই কিন্তু মূল্যবান দুইটা টিকিট কিনেছি।
বাণিজ্য মেলায় তো প্রায় সাত চক্কর দিলেন, এ বিষয়ে আপনার অনুভূতি কী?
অবাক হইসি, খুবই অবাক হইসি। পাকিস্তানরে পুরা একটা প্যাভিলিয়ন দেওয়া হইসে, অথচ রাজাকারদের নামে কিনা একটা স্টলও দেওয়া হয় নাই!
মেলা তো ঘুরলে, এবার বলো তো বাবা, বাণিজ্য মেলা কী?
২০০ টাকার জিনিসের গায়ে ২০০০ টাকা লেখা থাকে, তার ওপর ৫০০ টাকা ছাড় দিয়ে ‘ম্যালা’ বাণিজ্য করার নাম বাণিজ্য মেলা!
মেলা থেকে তো আমি অনেক কিছুই নিলাম, তোমার কী লাগবে?
আমার লাগবে শহরের একটা নামী ব্যাংকের ভেতরের মানচিত্র, একটা মাটি খোঁড়ার অস্ত্র আর একটা কালো মুখোশ!
মেলা থেকে বের হওয়ার পথে খাবারের দোকানগুলো কেন রেখেছে, বলতে পারবি?
কেন আবার? পকেটের বাকি টাকাগুলোও রেখে দেওয়ার জন্য!