Thank you for trying Sticky AMP!!

চালকবিহীন গাড়ির ধারণা বদলে দিতে চায় বশ

লাইডার প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে। ছবি: বশের সৌজন্যে

স্বয়ংক্রিয় গাড়ির মূল প্রযুক্তি তৈরিতে এবার যুক্ত হচ্ছে গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী জার্মান প্রতিষ্ঠান বশ। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের লাইডার রাডার সিস্টেম সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।

লাইডার হলো একধরনের লেজার রশ্মিনির্ভর প্রযুক্তি, যা গাড়ির চারপাশে বিভিন্ন বস্তু শনাক্ত করতে আলোর স্পন্দন পাঠিয়ে চালকবিহীন গাড়ি চলতে সাহায্য করে। বেশির ভাগ চালকবিহীন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো এ প্রযুক্তির ওপর নির্ভরশীল। তবে এদিক থেকে ব্যতিক্রম টেসলা। অসংখ্য সেন্সর, ক্যামেরা ও রাডারই তাদের গাড়ি উৎপাদনের জন্য যথেষ্ট বলে মনে করে মার্কিন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

শহরাঞ্চল ও মহাসড়কগুলোতে চলার জন্য তাদের লাইডার প্রযুক্তি অনেক উন্নত বলে জানিয়েছে বশ। ক্যামেরার সঙ্গে রাডারের সামঞ্জস্যে প্রযুক্তিটি কাজ করে বলে চালকবিহীন গাড়ির জন্য নিরাপদ। এ ক্ষেত্রে লাইডার একধরনের সেন্সরের অভাব পূরণ করবে বলে জানিয়েছে তারা।

তবে প্রযুক্তিটির কোনো ছবি প্রকাশ করেনি বশ এবং এর বেশি তথ্য আসন্ন কনজ্যুমার ইলেকট্রনিকস প্রদর্শনীর আগে প্রকাশ করা হবে না বলে জানায় প্রতিষ্ঠানটি। সূত্র: সিনেট