Thank you for trying Sticky AMP!!

চুলকানির সমাধানে নতুন কৌশল

চুলকানির সমাধানে নতুন কৌশল

পোকার কামড় বা ত্বকের নানা রোগের কারণে শরীরে চুলকানি হয়। বিষয়টি মানুষকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তবে এবার শুধু আয়নার বিশেষ কৌশল ব্যবহার করেই চুলকানি থেকে রেহাই মিলবে। জার্মানির একদল গবেষক এমনটিই দাবি করছেন। জাদুকরেরা আয়নায় একধরনের দৃষ্টিভ্রম তৈরি করে দর্শকদের মুগ্ধ করতে পারেন। এবার সেই ধারণার ভিত্তিতে জার্মানির লুবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্রিস্টোফার হেলমেশনের নেতৃত্বে একদল গবেষক ২৬ জন মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালান। তাঁদের এক হাতে ইনজেকশন দেওয়া হলে ছোট লাল দাগের সৃষ্টি হয়। অপর হাতে রং দিয়ে দাগ তৈরি করা হয়। স্বাভাবিক অবস্থায় তাঁরা ইনজেকশন দেওয়া হাতের দাগ চুলকিয়ে দেওয়া হলে স্বস্তি অনুভব করেন। কিন্তু আয়নার সামনে তাঁরা মস্তিষ্কে বিভ্রমের প্রভাবে রঙের দাগটি চুলকিয়েও স্বস্তি বোধ করেন।

নিউ সায়েন্টিস্ট।