Thank you for trying Sticky AMP!!

টাইজেন দিয়ে স্মার্ট টিভি আনছে স্যামসাং

টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্ট টিভি

টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্ট টিভি তৈরি করছে স্যামসাং। গুগলের অ্যান্ড্রয়েডের ওপর থেকে নির্ভরতা কমাতে নিজস্ব অপারেটিং সিস্টেমের পথে হাঁটছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্যামসাং জানিয়েছে, টাইজেনের ব্যবহার বাড়াতে এ বছর থেকে নতুন স্মার্ট টিভির সঙ্গে তা উন্মুক্ত করা হচ্ছে। এই টিভিতে অতিরিক্ত সফটওয়্যার, ভিডিও স্ট্রিমিং ও ওয়েব ব্রাউজিংয়ের মতো সংযোগ সুবিধাও থাকবে।
স্যামসাংয়ের ভিজুয়াল ডিসপ্লে ব্যবসার প্রেসিডেন্ট কিম হুন-সুক বলেন, আমরা এখন টাইজেনকে গুরুত্ব দিচ্ছি। আমরা আশা করছি অন্যান্য টিভি নির্মাতারাও এটি ব্যবহার করে একটি ইকোসিস্টেম তৈরি করবেন এবং এই প্ল্যাঠফর্মটিকে আরও উন্নত করবেন।