Thank you for trying Sticky AMP!!

টুইটারে আরও বেশি লেখা

টুইটার

মাইক্রোব্লগিং বা খুদে বার্তার ওয়েবসাইট টুইটারে মাত্র ১৪০ অক্ষরের মধ্যেই যা বলার তা বলতে হয়। এর নামই টুইট। সম্প্রতি ডেস্কটপ পিসি ও আইফোনে টুইটের সঙ্গে আরও বেশি করে শব্দ যুক্ত করার ফিচার যুক্ত করেছে টুইটার কর্তৃপক্ষ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই ফিচারটির নাম ‘রি-টুইট উইথ কমেন্ট’ যা টুইটার ব্যবহারকারীদের নিজের টুইটের সঙ্গে আরও একটি টুইট বা মন্তব্য যুক্ত করার সুযোগ দেবে। বর্তমানে ১৪০ অক্ষরের টুইটের সঙ্গে নতুন ফিচার যুক্ত হওয়ায় আরও বাড়তি ১১৬ অক্ষরের মন্তব্য যুক্ত করতে পারবেন টুইটার ব্যবহারকারী।