Thank you for trying Sticky AMP!!

টেলিস্কোপিক চোখ!

সম্প্রতি সুইজারল্যান্ডের গবেষকেরা চোখের ভেতরে ব্যবহারের উপযোগী বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স উদ্ভাবন করেছেন যা চোখে ত্রিমাত্রিক ছবি দেখাতে পারে এবং ছবিকে টেলিস্কোপের মতো বিবর্ধিত করেও দেখাতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

গবেষকেরা জানিয়েছেন, চোখে বিশেষ ধরনের কন্টাক্ট লেন্স ও চশমা পরলে বিশেষ দৃশ্য দুই দশমিক আট গুণ পর্যন্ত বিবর্ধিত করে দেখা যায়। এ লেন্সে স্বাভাবিকভাবে দেখা ও বিবর্ধিত করে দেখার সুবিধাও রয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, বয়সের কারণে যারা চোখে কম দেখেন তাদের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সৈনিকরাও এ বিশেষ কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারবেন।

গবেষকেদের তৈরি প্রোটোটাইপ লেন্সটি মাত্র এক মিলিমিটার পুরু। আট মিলিমিটার ব্যাসের লেন্সটির মধ্য দিয়ে অক্সিজেন প্রবাহিত হতে পারে বলে চোখে কোনো সমস্যা হয় না। 

আগ্রহীদের অবশ্য আরও বেশ কিছুদিন ধৈর্য ধরতে হবে, কেননা এখনো গবেষণা পর্যায়ে থাকায় শিগগিরই এ লেন্স বাজারে আসছে না।