Thank you for trying Sticky AMP!!

ড্যাফোডিল স্কুলে এনসিসির ডিজি কম্পিউটার পাঠক্রম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শাখায় যুক্তরাজ্যভিত্তিক এনসিসি এডুকেশনের ডিজি কম্পিউটার পাঠক্রম চালু করা হবে। গত ৩০ অক্টোবর ড্যাফোডিল গ্রুপের প্রধান কার্যালয়ে মাই-ই-কিডস ও এনসিসি এডুকেশনের এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি হয়েছে। এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, এনসিসি এডুকেশনের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক (দক্ষিণ এশিয়া) সঞ্জীব গনেশান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, পরিচালক রথীন্দ্রনাথ দাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ রাহীমা কে মির্জা উপস্থিত ছিলেন।
ডিজি কম্পিউটার পাঠক্রম মূলত আনন্দের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক ভূমিকা রাখে। —বিজ্ঞপ্তি