Thank you for trying Sticky AMP!!

তথ্যপ্রযুক্তি বিভাগের অ্যাম্বাসেডর নাইট

তথ্যপ্রযুক্তি বিভাগের অ্যাম্বাসেডর নাইট

চলতি বছরের ডিসেম্বরে দেশে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ নামের তথ্যপ্রযুক্তির বিশাল আয়োজন। এতে বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিমন্ত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেবেন। তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের নিয়ে ‘অ্যাম্বাসেডর নাইট’ আয়োজন করে তথ্যপ্রযুক্তি বিভাগ।

এতে কূটনীতিকদের কাছে সহযোগিতার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। জুনাইদ আহমেদ বলেন, ‘আমাদের সক্ষমতা ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এর মাধ্যমে আমরা বরাবরের মতোই তুলে ধরব। ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু হচ্ছে চার দিনের ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। এটি দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। বিজ্ঞপ্তি।