Thank you for trying Sticky AMP!!

তরুণেরাই ওড়াবে শান্তির পায়রা

থাইল্যান্ডের ইয়ুথ ফর পিচ কর্শশালায় অংশগ্রহণকারীরা

১২ থেকে ১৮ ডিসেম্বর থাইল্যান্ডের নংচকে অনুষ্ঠিত হয়ে গেল ইয়ুথ ফর পিস ট্রেনিং ওয়ার্কশপ ২০১৩। এর আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পিস স্টাডিজ (আইআইপিএস)। ভারত, পাকিস্তান, মিয়ানমারসহ এশিয়ার ১৪টি দেশের ২৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই কর্মশালায়। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিবুল আল সোহান। কনফ্লিক্ট অ্যান্ড পিস স্টাডিজ ছিল আলোচনার মূল উপজীব্য। পাশাপাশি আরও কিছু বিষয়ও এই কর্মশালায় অন্তর্ভুক্ত ছিল।

নাসিবুল আল সোহান বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধি থাকায় দেশগুলোর সংস্কৃতি ও তাদের চিন্তাধারা সম্পর্কে জানতে পারা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। পাশাপাশি একটা বিষয়ে নিশ্চিত, হাজারো সমস্যায় থাকার পরও আসলে সব দেশের সবাই শান্তিকামী। যে প্রজন্ম বড় হচ্ছে, তারা একটা স্বপ্নের শান্তির পৃথিবী গড়বেই, সন্দেহ নেই।