Thank you for trying Sticky AMP!!

থ্রিজি সম্প্রসারণ করছে এয়ারটেল

থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে বেসরকারি মুঠোফোন সেবাদাতা কোম্পানি এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

আজ শনিবার এয়ারটেলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এবং চট্টগ্রামের আরও বেশ কিছু অংশে এয়ারটেল থ্রিজি নেটওয়ার্ক চালু করেছে। বর্তমানে ঢাকার উত্তরা, ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, মিরপুর ১ ও ২, আদাবর, শেখেরটেক, স্টেডিয়াম মার্কেট এবং পল্টন এলাকায় এয়ারটেল থ্রিজি সেবা সম্প্রসারিত হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ, জিইসি, দামপাড়া, টাইগার পাস, রিয়াজুদ্দীন বাজার, দেওয়ান হাট, সিইপিজেড, নেভাল অ্যাকাডেমি, দক্ষিণ হালিশহর, এয়ারপোর্টসহ বর্তমানে আন্দরকিল্লা, জামালখান, চকবাজার, খুলশী, পাহাড়তলি, অলঙ্কার ক্রসিং, সাগরিকা, স্টেডিয়াম এবং উত্তর হালিশহরও এয়ারটেল থ্রিজির আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর সময় এয়ারটেল থ্রিজির আওতায় ছিল রাজধানীর বারিধারা, গুলশান ১ ও ২, বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, তেজগাঁও, লালমাটিয়া, কলাবাগান, পান্থপথ এবং হাতিরপুল। থ্রিজি নেটওয়ার্কের এই সাম্প্রতিক সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশে সবচেয়ে দ্রুত থ্রিজি সেবা সম্প্রসারণ করছে এয়ারটেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারটেল থ্রিজি নেটওয়ার্ক সম্পর্কে সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, ‘আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শহর ঢাকা ও চট্টগ্রামের উল্লেখযোগ্য এলাকাসমূহে থ্রিজি সেবা দিতে সক্ষম হয়েছি। এ ছাড়া এয়ারটেল ২০১৪ সালে মধ্যে পুরো দেশে থ্রিজি সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ। থ্রিজি সেবার অন্তর্ভুক্ত এলাকাসমূহ সম্পর্কে জানতে গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৭*৪#।’