Thank you for trying Sticky AMP!!

দাতব্য কাজে অর্থ দিচ্ছেন ফেসবুকের সিওও

শেরিল স্যান্ডবার্গ

ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ তাঁর সম্পদ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। মোট তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনা করেছেন তিনি।
গত বছরের ডিসেম্বর মাসে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান তাঁদের মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দেন।
বার্তা সংস্থা আইএএনএসের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যানুযায়ী শেরিলের দুই লাখ ৯০ হাজার শেয়ার বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান যাবে। এই শেয়ারের মূল্য তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই অর্থের অধিকাংশ ব্যয় হবে নারীর ক্ষমতায়নে কাজ করছে এমন দাতব্য প্রতিষ্ঠান ও শেরিলের লিন ইন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে। এ ছাড়াও শিক্ষা নিয়ে কাজ করছে এমন বেসরকারি সংস্থা ও দারিদ্র্য বিমোচন সংস্থাকে অর্থ সাহায্য করবেন শেরিল।

আরও পড়ুন:

অনন্য জাকারবার্গ