Thank you for trying Sticky AMP!!

দ্রুতগতির বৈদ্যুতিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ির গতির নতুন রেকর্ড গড়েছে এই গাড়িটি

যুক্তরাজ্যের বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রেসন রেসিং টেকনোলজিসের তৈরি হালকা ওজনের একটি বৈদ্যুতিক গাড়ি গতি তোলার ক্ষেত্রে নতুন বিশ্বরেকর্ড করেছে। সম্প্রতি ইংল্যান্ডের ইয়র্কশায়ারের আরএএফ এলভিংটনে স্থানীয়ভাবে আয়োজিত মোটর রেসে এ বিশ্বরেকর্ড করেছে ড্রেসনের গাড়িটি। লোলা বি১২ ৬৯/ইভি নামের এ গাড়ি ঘণ্টায় ২০৪ দশমিক ২ মাইল গতি তুলতে সক্ষম হয়েছে। এর আগে ১৯৭৪ সালে ব্যাটারি বক্স জেনারেল ইলেকট্রিকের গড়া রেকর্ডটি ছিল ঘণ্টাপ্রতি ১৭৫ মাইল।

গাড়ির চালক ও ড্রেসন রেসিং টেকনোলজিসের প্রধান নির্বাহী লর্ড ড্রেসন বলেছেন, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে গতির এ রেকর্ড ভাঙার সাফল্য এ ধরনের গাড়ির জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তিনি জানান, তাঁদের এখন লক্ষ্য আগামী বছর অনুষ্ঠেয় আন্তর্জাতিক মোটর রেস প্রতিযোগিতায় অংশ নেওয়া। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে বৈদ্যুতিক গাড়ির ওজন চালকের ওজন ছাড়া এক হাজার কেজি হতে হবে। তাঁর প্রতিষ্ঠান এখন সে ধরনের বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০০৭ সালে অক্সফোর্ডশায়ারের কিডলিংটনে ড্রেসন রেসিং টেকনোলজিস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা লর্ড ড্রেসন গত লেবার সরকারের আমলে বিজ্ঞানবিষয়ক মন্ত্রী ছিলেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান