Thank you for trying Sticky AMP!!

নোটবুকের বাজার কী বলে

নোটবুক পিসিতে শীর্ষে আছে লেনোভো। ছবি: রয়টার্স

চলতি বছরের প্রথম প্রান্তিকে করোনাভাইরাসের প্রভাব পড়েছে পিসির বাজারেও। জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে নোটবুক পিসির বাজার গত বছরের তুলনায় ২ শতাংশ কমে গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের প্রথম প্রান্তিকে বাজারে এসেছিল ৩ কোটি ৮৬ লাখ পিসি। সেখানে চলতি বছরের প্রথম প্রান্তিকে বাজারে এসেছে ৩ কোটি ৭৯ লাখ ইউনিট পিসি।

বর্তমানে নোটবুক পিসি বাজারে আনার হিসেবে বাজারের শীর্ষস্থানে রয়েছে লেনোভো। ৮৯ লাখ ইউনিট পিসি বাজারে এনে বাজারের ২৩.৫ শতাংশ দখল করেছে প্রতিষ্ঠানটি।

বাজারের দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে এইচপি। বাজারে ৮১ লাখ পিসি এনে বাজারের ২১ দশমিক ৩ শতাংশ দখলে রেখেছে।

বাজারের তৃতীয় স্থানটি ডেলের। ৬৯ লাখ ইউনিট পিসি বাজারে এনে বাজারের ১৮.২ শতাংশ দখল করেছে ডেল। বছরের প্রথম প্রান্তিকে অবশ্য সর্বোচ্চ ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বাজারে চতুর্থ অবস্থান অ্যাপলের। গত বছরের তুলনায় ১৬ শতাংশ প্রবৃদ্ধি কমেছে প্রতিষ্ঠানটির। ২০১৯ সালে ৯.৩ শতাংশ বাজার দখলে রাখলেও এবারে তা ৮ শতাংশে নেমেছে।

বাজারের পরের স্থানটি আসুসের। বছরের প্রথম প্রান্তিকে ১৫ শতাংশ প্রবৃদ্ধি কমেছে প্রতিষ্ঠানটির। বাজারের ৬.৬ শতাংশ দখল করেছে আসুস।

স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ এর বড় ধাক্কা বছরের প্রথম প্রান্তিকে নোটবুক পিসিরি বাজারে লাগেনি। তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে পিসি বিক্রেতারা বড় ধাক্কা খেতে পারে।