Thank you for trying Sticky AMP!!

প্রাচীনতম ক্যালেন্ডার

noname

স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারের ওয়ারেন ফিল্ড এলাকা থেকে একটি প্রাচীন দিনপঞ্জি (ক্যালেন্ডার) উদ্ধার করা হয়েছে। এটি চান্দ্রমাসভিত্তিক সবচেয়ে পুরোনো ক্যালেন্ডার বলে গবেষকেরা দাবি করছেন। ধারণা করা হচ্ছে, শিকারি মানুষেরা এটি প্রায় ১০ হাজার বছর আগে ব্যবহার করতেন। মেসোপটেমিয়া (বর্তমান ইরাক) অঞ্চল থেকে উদ্ধার করা ক্যালেন্ডারকেই এত দিন পর্যন্ত প্রাচীনতম বলে বিবেচনা করা হতো। ইন্টারনেট আর্কিওলজি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, আবিষ্কৃত এই ম্যাসোলিথিক ক্যালেন্ডারটি মোসোপটেমিয়ার ব্যবহূত প্রাচীন ক্যালেন্ডারের চেয়েও পাঁচ হাজার বছরের পুরোনো। এই গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ ভিন্স গাফনি। বিবিসি।