Thank you for trying Sticky AMP!!

ফরিদপুরে টেলিটকের থ্রিজি

ফরিদপুরে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন নেটওয়ার্কের সম্প্রসারণ ও নতুন বিএসসি (বেইজ স্টেশন কন্ট্রোলার) চালু করা হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের কবি জসীমউদ্দীন হলে এক অনুষ্ঠানে থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি ভিডিও কল করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘এ কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম।’

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, ফরিদপুর জেলাকে গ্রিনজোনের আওতায় নিয়েছে টেলিটক। এখন থেকে ফরিদপুর থেকেই বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার টেলিটকের কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন, পুলিশ সুপার জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মীনা মাসুদ উজ্জামান, ফরিদপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। —ফরিদপুর অফিস