Thank you for trying Sticky AMP!!

ফেসবুকে এল ফার্মভিল টু

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের জনপ্রিয় গেমস নির্মাতা জিংগা এবার নিয়ে এসেছে ফার্মভিল টু। আগের ফার্মভিলের চেয়ে নতুন এ সংস্করণে যুক্ত হয়েছে দারুণ কিছু উন্নত সুবিধা। যুক্ত হয়েছে থ্রিডি গ্রাফিকসের সমন্বয় এবং আরও সহজে খেলার সুবিধা। ফার্মভিল টুয়ের নকশাকারী রাইট বেগওয়েল জানান, নতুন এ সংস্করণে আগের চেয়ে বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন ব্যবহারকারীরা। ২০০৯ সালে প্রথম ফেসবুকে চালু হওয়ার পর দারুণ জনপ্রিয়তা পায় ফার্মভিল। তবে সাম্প্রতিক সময়ে জিংগার বাজার শেয়ার দারুণভাবে কমে যাওয়ায় নতুন করে নানা কার্যক্রম নেওয়া হচ্ছে। এর মধ্যে গেমসগুলোর উন্নত সংস্করণ অন্যতম।তবে শুরুর দিকে ফেসবুকে এ গেমস ব্যবহারকারী খেললেও বর্তমানে স্মার্টফোনে খেলার হার বেড়েছে। তবে আগের ফার্মভিল স্মার্টফোনে খেলা যেত না বলে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন এ গেমটি খেলা থেকে। গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ ডাটার তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে ফার্মভিলের ব্যবহারকারীর সংখ্যা ছিল তিন কোটি চার লাখ, যা গত কয়েক দিনে কমে গেছে এক কোটি ৮ লাখ! তাই এবার স্মার্টফোনের উপযোগী এবং সহজে খেলা যায়—এমন সুবিধা যুক্ত করা হয়েছে ফার্মভিল টুতে। ফেসবুক ব্যবহারকারীরা সহজেই গেমটি খেলতে পারবেন। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম