Thank you for trying Sticky AMP!!

ফেসবুকে খবর পড়ার হার বাড়ছে

বয়স্করা ফেসবুকেই খবর পড়েন বেশি

ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে খবরের প্রধান উত্স হয়ে উঠছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ২৪ অক্টোবর জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বয়স্কদের মধ্যে অর্ধেক মানুষের কাছেই সংবাদের উত্স এখন ফেসবুক। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পিউ রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ৬৪ শতাংশ বয়স্ক ব্যক্তিরা ফেসবুক ব্যবহার করেন যার মধ্যে অর্ধেকের বেশি মানুষ ফেসবুক থেকে খবর পড়েন। আর যুক্তরাষ্ট্রের মোট ফেসবুক ব্যবহারকারীর ৩০ শতাংশ ফেসবুক থেকে খবর পড়েন।
গবেষকেরা জানিয়েছেন, ৭৮ শতাংশ ক্ষেত্রেই ফেসবুকে ব্যক্তিগত যোগাযোগের জন্য প্রবেশ করেন ব্যবহারকারীরা। তবে, এসময় তাদের  কাছে আসা নিউজফিডগুলো পড়ে দেখেন তিনি। পাঁচ হাজারের অধিক ব্যক্তিকে নিয়ে এ জরিপ চালিয়েছিল পিউ রিসার্চ।
গবেষকেরা জানিয়েছেন, এ জরিপের ফল ফেসবুকে খবর শেয়ারের গুরুত্ব বুঝতে সাহায্য করবে।