Thank you for trying Sticky AMP!!

ফেসবুকে গোপন বিষয়ে কৌতূহল ভালো নয়

ছবি: ফেসবুক

ফেসবুকে কে আপনাকে গোপনে অনুসরণ করছে, তা জানতে চান? তাহলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন। ফেসবুকে সম্প্রতি এ ধরনের একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। কেউ যদি গোপন অনুসরণকারীদের বিষয়ে জানার বেশি কৌতূহল দেখান, তবে বিপদে পড়বেন।

এটি মূলত প্রতারণামূলক একটি পোস্ট। নিউজ ফিডে আসা এ পোস্টে ফেসবুক ব্যবহারকারীকে প্রলুব্ধ করে বলা হয়, অনেক অপরিচিত ব্যক্তি আপনার প্রোফাইল দেখছে। যাঁরা নিয়মিত ছবি ও বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেন, তাঁদের জন্য এটি ভয় ধরানো খবর। ওই পোস্টে অপরিচিত ব্যক্তিকে ফেসবুকের পোস্ট দেখা বন্ধ করার কৌশলের কথা বলা হয়। ওই ধাপ অনুসরণ করা হলে ভুয়া একটি তালিকা দেখানো হতে পারে। এ ধরনের পোস্টে ক্লিক করা থেকে সাবধান থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ধরনের পোস্টে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যেতে পারে।

যাঁরা ফেসবুকে প্রাইভেসি নিয়ে সচেতন, তাঁরা সেটিংস থেকে কোন পোস্ট কে বা কারা দেখতে পাবেন, তা ঠিক করে দিতে পারেন।

সূত্র: স্নোপস ডটকম।