Thank you for trying Sticky AMP!!

ফোন ও ল্যাপটপের হাইব্রিড আনছে মাইক্রোসফট

কোয়ার্টি কিবোর্ড সুবিধার ফোন ও ল্যাপটপের হাইব্রিড আনবে মাইক্রোসফট

মাইক্রোসফট একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ২১ জানুয়ারি, যেখানে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম প্রদর্শন করবে। নতুন এই অপারেটিং সিস্টেম মোবাইল, ট্যাবলেট ও পিসি প্ল্যাটফর্মকে একীভূত করবে এবং সর্বজনীন একটি অ্যাপ মার্কেটপ্লেসের সঙ্গে পরিচয় করিয়ে দেবে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এনডিটিভির।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২১ জানুয়ারির অনুষ্ঠানে নতুন স্মার্টফোনের সঙ্গেও পরিচয় করিয়ে দেবে রেডমন্ডভিত্তিক প্রতিষ্ঠানটি। এ ছাড়া এ অনুষ্ঠানে ফোন ও ল্যাপটপের নতুন ধরনের একটি হাইব্রিড পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে মাইক্রোসফট যা এন্টারপ্রাইজ বা করপোরেট গ্রাহকদের কাছে আকর্ষণীয় হবে। স্লাইডার কোয়ার্টি কিবোর্ড থাকবে এতে। এ বছরের শেষ নাগাদ এই হাইব্রিড পণ্যটি বাজারে আসতে পারে।
উইন্ডোজ ১০ ট্যাবলেট, স্মার্টফোন ও পিসির পাশাপাশি হাইব্রিড পণ্যেও ব্যবহারের জন্য উন্মুক্ত করবে মাইক্রোসফট। একই অ্যাপ সব ধরনের পণ্যেই চলবে।