Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি এবং জাতিসংঘের নেতৃত্বাধীন জোট বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত রোববার ‘ডিজিটাল পেমেন্টস ফর ডিজিটাল বাংলাদেশ: বিল্ডিং অ্যান ইকোসিস্টেম ফর অল’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে সরকারের সব লেনদেন পেপারলেস হতে পারে। সরকারের সব প্রতিষ্ঠানকে পেপারলেস অফিস করে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
এ সময় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) মোহাম্মদ মুসলিম চৌধুরী, এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী এবং বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক রুথ গডউইন গ্রেওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় ‘পেমেন্ট ইকোসিস্টেম ডায়াগনস্টিক রিপোর্ট ২০১৬’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স। প্রতিবেদনটিতে বাংলাদেশে ডিজিটাল লেনদেন কীভাবে আর্থিক সেবাভুক্তি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যয় সংকোচনে সহায়তা করবে, তা দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তি