Thank you for trying Sticky AMP!!

বাংলা ই-বুক নিয়ে এল সেইবই অ্যাপ

.

তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোন বা ট্যাবলেট কম্পিউটারে পড়ার জন্য বাংলা বই নিয়ে এল সেইবই অ্যাপ। সেইবই স্মার্টফোন বা ট্যাবে ইনস্টল করলেই বিনা মূল্যে সাতটি বই পাওয়া যাবে। এ ছাড়া আরও কয়েক শ বইয়ের সংগ্রহ পাওয়া যাবে অ্যাপটিতে। এই সংগ্রহ আরও বাড়বে। সোমবার ঢাকায় র্যাভেন সিস্টেম লিমিটেডের তৈরি সেইবই অ্যাপ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এমন ভালো উদ্যোগে সবাইকে একসঙ্গে সহযোগিতা করার অনুরোধ করছি।’
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরও ধাপ এগিয়ে নিতে এমন উদ্যোগ প্রয়োজন। আমরা ইতিমধ্যে স্কুল-কলেজের ল্যাবগুলোতে কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন ও ট্যাব দেবার উদ্যোগ নিয়েছি।’
অনুষ্ঠানে র্যাভেন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ বলেন, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল বাংলা সাহিত্যের ভান্ডারকে ডিজিটাল রূপ দেওয়া। সেইবই অ্যাপে থাকছে লেখা ছোট-বড় করা, হাইলাইট, পাতার রং পরিবর্তন, অভিধান এবং বুকমার্কসহ আরও বেশ কিছু সুবিধা। বিনা মূল্যের বইয়ের পাশাপাশি কিছু কিছু বইয়ের জন্য পাঠকদের নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। আর এই দামও থাকবে হাতের নাগালেই। এই অ্যাপের সঙ্গে একটি নিজস্ব ডিজিটাল অভিধানও রয়েছে। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে বিনা মূল্যে নামানো যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইতেমাদ উদ দৌলাহ, পরিচালক সেঁজুতি দৌলাহ প্রমুখ। বিস্তারিত: www.sheiboi.com