Thank you for trying Sticky AMP!!

বাণিজ্যিক গাড়ির প্রদর্শনীতে 'ফোটন'

ফোটন গাড়ির প্রদর্শনীতে এসিআই কর্মীরা। ছবি: সংগৃহীত।

রাজধানীতে বাণিজ্যিক পরিবহন হিসেবে ব্যবহৃত গাড়ির এক প্রদর্শনীতে অংশগ্রহণ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোটন। গতকাল শনিবার ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসিবি) শেষ হয়েছে তিন দিনের মোটর শো। সেখানে বাংলাদেশে ফোটন গাড়ি প্রদর্শন করে দেশীয় পরিবেশক প্রতিষ্ঠান এসিআই মোটরস।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, এসিআই মোটরস মেলায় ফোটনের বিভিন্ন কমার্শিয়াল গাড়ি প্রদর্শন করেছে। এর মধ্যে এক টন, দেড় টন ও সাড়ে তিন টনের পিকআপ, প্রাইম মুভার এবং ডাম্প ট্রাক প্রদর্শন করা হয়েছে।

এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ফোটনের বাণিজ্যিক গাড়িতে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। এসিআই মোটরস বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করবে। বিশ্বের ৭৯টি দেশে এ ব্র্যান্ডের গাড়ি চলছে। বিজ্ঞপ্তি।