Thank you for trying Sticky AMP!!

বিচিত্র ভুবন

সবচেয়ে বড় বেলুন নির্মাতা প্রতিষ্ঠান

গরু ওড়ে আকাশে! ওয়াল্ট ডিজনির সেই বিখ্যাত প্রাসাদসম বাড়িও! এই তালিকায় আছে কোমল পানীয়র বোতল থেকে শুরু করে দৈনিক পত্রিকাও। এসবই আসলে একেকটা বেলুন, গ্যাস বেলুন। বিরাটাকায় এই বেলুনগুলো যখন শূন্যে ওড়ে, তখন উড়িয়ে নিয়ে যায় মানুষজনকেও। দেখার মতো দৃশ্য সেটা বটে। বেলুনগুলো তৈরি হয় যুক্তরাজ্যের ব্রিস্টলের বিখ্যাত ক্যামেরন বেলুনস নামের এক প্রতিষ্ঠানে। বলা হয়, দুনিয়ার সবচেয়ে বড় বেলুন নির্মাতা প্রতিষ্ঠান এটি। ১৯৬৭ সালে এর গোড়াপত্তন করেছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ডোনাল্ট ক্যামেরন নামের এক ভদ্রলোক। বছরে এখন তাঁর প্রতিষ্ঠানটি বানায় ১৫০ থেকে ২০০-এর মতো বেলুন। ছোট বেলুনগুলো তৈরিতেই ব্যবহার করা হয় এক হাজার বর্গমিটার কাপড় এবং তিন কিলোমিটারের মতো লম্বা সুতা। ৬৭ জন কর্মী কাজ করেন ক্যামেরন বেলুনসে। ১৯৯৯ সালে তাঁরা বানিয়েছিলেন ব্রিটলিং অরবিটার থ্রি নামের এক বেলুন। যেটা চক্কর দিয়েছিল পুরো পৃথিবী। ডেইলি মেইল

প্রকৃতির ডাকে সাড়া দিতে ডিজিটাল প্রশিক্ষণ!

সন্তান ঠিকমতো প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে না? আশ্রয় নিন আইপটির। ছবিতে দেখুন, রংচঙে কমোডের সঙ্গেই জুড়ে দেওয়া আছে একটি ডিজিটাল টাচস্ক্রিন। আসলে এটি টয়লেট-ট্রেনিং ডিভাইস। এর ভেতরে আছে আইপ্যাডের বিশেষ কতগুলো অ্যাপস। এই অ্যাপসগুলোর সবই প্রাকৃতিক কাজকর্ম সম্পন্ন করার ব্যাপারে প্রশিক্ষণ দেবে আপনার সন্তানকে। চিন্তা নেই, টাচস্ক্রিনটি স্থানান্তরযোগ্য, সুরক্ষাব্যবস্থাও বেশ জোরদার। যেনতেনভাবে ব্যবহার করলেও ক্ষতি হবে না সহজে।

অরেঞ্জ অনলাইন

গ্রন্থনা: মাহফুজরহমান