Thank you for trying Sticky AMP!!

বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত তথ্য ব্যবহার

ছবি: টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার সম্প্রতি ব্যবহারকারীদের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা ‘অনিচ্ছাকৃতভাবে’ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছে। মূলত ব্যবহারকারীরা নিরাপত্তার খাতিরে যে ফোন নম্বর বা ই-মেইল ঠিকানা অ্যাকাউন্টে যুক্ত করে থাকে, তা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছে টুইটার।

প্রতিষ্ঠানটি বলছে, তৃতীয় পক্ষের যেসব বিপণনকারী রয়েছে তারা ওই সব নম্বর ও ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে থাকবেন। যদিও ব্যবহারকারী এভাবে তাদের তথ্য দেওয়ার বিষয়ে বিশেষভাবে সম্মতি দেয়নি।

এই ঘটনায় ঠিক কতজন ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হয়েছে, তা টুইটার জানায়নি। তা ছাড়া বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগও করছে না টুইটার। সমস্যাটি সম্পর্কে বিস্তারিত না বললেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনাটি ১৭ সেপ্টেম্বরের।

টুইটার নিশ্চিত করেছে, নিরাপত্তা ও গোপনীয়তার উদ্দেশ্যে বিজ্ঞাপনের জন্য ব্যবহারকারীদের ফোন নম্বর বা ই-মেইল এখন আর ব্যবহার করা হচ্ছে না। সূত্র: বিবিসি