Thank you for trying Sticky AMP!!

বিরল প্রজাতির নদীর ডলফিনের সন্ধান

ডলফিন

প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রাজিলের বিজ্ঞানীরা দেশটিতে এবারই প্রথম এক বিরল প্রজাতির নদীর ডলফিনের সন্ধান পেয়েছেন। অ্যারাগুয়াইয়া নদীতে এর সন্ধান মিলেছে। পরে এ নদীর নামানুসারেই এ ডলফিনের নামকরণ করা হয়। বিশ্বে একই প্রজাতির পরিচিত ডলফিনের (নদীর ডলফিন) মধ্যে এটি পঞ্চম প্রজাতির। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে গবেষকেরা বলেন, ২০ লাখের বেশি বছর আগে ডলফিনের এই প্রজাতি দক্ষিণ আমেরিকার অন্যান্য নদীর ডলফিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যারাগুয়াইয়া নদীর অববাহিকায় এ ধরনের প্রায় এক হাজার প্রাণীর বসবাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে বিরলতম প্রাণীগুলোর মধ্যে নদীর ডলফিন একটি। বিবিসি।