Thank you for trying Sticky AMP!!

বুড়ো বৃহস্পতি

সবচেয়ে প্রাচীন বৃহস্পতি গ্রহ।

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। শুধু আকারে বড় নয়, সম্প্রতি জানা গেছে, বৃহস্পতি যথেষ্ট বুড়ো। গবেষকেরা বলছেন, গ্রহটি বয়সের দিক থেকে সৌরজগতের অন্যান্য গ্রহের চেয়ে প্রবীণ।

মার্কিন গবেষকেরা বলছেন, সম্প্রতি তাঁরা বৃহস্পতির বয়স সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন। গ্যাসীয় গ্রহটি সূর্যের গঠনের ৪০ লাখ বছর পরে গঠিত হয়েছে।
বৃহস্পতির বয়স জানার বিষয়টি সৌরজগতের বিবর্তন এবং বর্তমান কাঠামোতে আসার বিষয়টি সম্পর্কে জানার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও ধারণা করা হয়, বৃহস্পতি আরও আগে গঠিত হয়েছিল, তবে এত দিন কোনো সময় নির্ধারণ করা হয়নি।
মার্কিন লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির (এলএলএনএল) গবেষক টমাস ক্রুইজার বলছেন, বৃহস্পতির সম্পূর্ণ কোনো নমুনা আমাদের হাতে নেই। যেমনটা পৃথিবী, মঙ্গল, চাঁদ ও গ্রহাণুর ব্যাপারে রয়েছে।
বৃহস্পতির বয়স কত, এ সিদ্ধান্তে পৌঁছাতে গবেষণায় উল্কাপিণ্ডের মৌল পদার্থের পরমাণু ব্যবহার করা হয়েছে। তথ্যসূত্র: পিটিআই।