Thank you for trying Sticky AMP!!

ব্যায়ামে কমে অকালমৃত্যুর ঝুঁকি

ব্যায়ামে কমে অকালমৃত্যুর ঝুঁকি

জগিং বা দৌড়ানোর মতো পরিশ্রমের ব্যায়াম যাঁরা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও নিয়মিত করতে পারেন, তাঁদের অকালমৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায়। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। তাঁরা মধ্যবয়সী দুই লাখের বেশি নারী-পুরুষের ওপর গবেষণা চালিয়ে দেখতে পান, নিয়মিত হালকা ব্যায়ামে অভ্যস্ত লোকজনের তুলনায় সংক্ষিপ্ত অথচ ভারী ব্যায়ামে অভ্যস্ত মানুষদের অকালমৃত্যুর ঝুঁকি ৯ থেকে ১৩ শতাংশ কম। জেএএমএ ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে উল্লিখিত পরিসংখ্যানের ভিত্তিতে বিজ্ঞানীরা শরীরচর্চার আদর্শ মাত্রা নতুন করে নির্ধারণ করার চিন্তাভাবনা করছেন। ইনডিপেনডেন্ট।