Thank you for trying Sticky AMP!!

বয়স্কদের ভারসাম্য রক্ষা করবে রোবোটিক লেজ

রোবোটিক লেজ

জাপানে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি। বয়স্ক মানুষের চলাফেরার সময় ভারসাম্য রাখতে সমস্যা হয়। তাদের কথা ভেবেই রোবোটিক লেজ তৈরি করছেন দেশটির কিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। চিতা বাঘের মতো প্রাণী দৌড় বা চলাফেরার সময় যেভাবে লেজের সাহায্যে ভারসাম্য রক্ষা করে সেভাবেই বয়স্কদের নড়াচড়ার সময় ভারসাম্য রক্ষা করবে রোবোটিক লেজ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা বলছেন, রোবোটিক লেজটি আসলে একটি যন্ত্র। এর নাম আর্ক। এটি পেন্ডুলামের মতো কাজ করে। এটি কোমরে বিশেষ সরঞ্জাম দিয়ে আটকানো থাকে।

গবেষক জুনিচি নাবেশিমা বলেন, রোবোটিক লেজ পরে চলাচল করার সময় লেজটি বিপরীত দিকে অবস্থান নেয়। কারও শরির একদিকে ঝুঁকে গেলে লেজটি তখন বিপরীত দিক থেকে তার ভারসাম্য রক্ষা করে।

বয়স্ক মানুষজনকে কর্মক্ষম রাখতে নানা উপায় নিয়ে কাজ করছে জাপান। কর্মদক্ষ মানুষ বাড়াতে যেখানে অভিবাসীদের ওপর নির্ভর করে বিভিন্ন রাষ্ট্র সেখানে জাপান ঝুঁকছে নানা প্রযুক্তির দিকে।

গবেষক নাবেশিমা বলেন, রোবোটিক লেজটিতে চারটি কৃত্রিম পেশি ও বাতাসের চাপ কাজে লাগিয়ে আটদিকে ঘোরানো যায়। এখনো গবেষণাগারে থাকা এ রোবোটিক লেজটির আরও উন্নয়ন করার উপায় খুঁজছেন তাঁরা। এটি দৈনন্দিন কাজে যুক্ত করার লক্ষ্য তাদের।