Thank you for trying Sticky AMP!!

ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের উদ্যোগ

ফেসবুক

ভুয়া খবর ছড়ানোর বিষয়টি ঠেকাতে উদ্যোগ নিয়েছে ফেসবুক। চালাচ্ছে বিশেষ জরিপ। ফেসবুক ব্যবহারকারীদের কাছে খবরের শিরোনামে কীভাবে পাঠককে বিভ্রান্ত করা হচ্ছে, তা জানতে চাওয়া হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভুয়া খবর ঠেকাতে আনুষ্ঠানিক প্রচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

টেকক্রাঞ্চ জানিয়েছে, সাধারণ নিউজ ফিডের মান পরীক্ষার মতো একটি জরিপ করছে ফেসবুক। ক্লিকবেইট বা আকর্ষণীয় শিরোনাম দিয়ে পাঠককে ক্লিক করতে প্রলুব্ধ করা ও ভুয়া খবর প্রচার ঠেকাতেই এ পদক্ষেপ নিচ্ছে ফেসবুক।

সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ভুয়া খবর ছড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকের বিরুদ্ধে কঠোর সমালোচনা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে এ বিতর্ক থেকে নিজেদের স্বচ্ছ অবস্থান দেখানোর চেষ্টা করছে ফেসবুক।