Thank you for trying Sticky AMP!!

মোবাইল টাওয়ারের বিকিরণ ক্ষতিকর নয়

মোবাইল ফোনের টাওয়ারের বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণ ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন মানবদেহের ক্ষতি করে, এমন বিষয় এখনো প্রমাণিত নয়। সম্প্রতি কলকাতায় সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (কোয়াই) এবং বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক কর্মশালায় এই দাবি করা হয়েছে। কোয়াইর কর্মকর্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মোবাইল ফোনের ব্যবহার মানব শরীরে খারাপ প্রভাব ফেলছে, তা প্রমাণিত হয়নি। তবে কর্মশালায় যোগদানকারী কলকাতার চিকিৎসকেরা বলেছেন, দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার মানবদেহের পক্ষে যে যথেষ্ট ক্ষতিকর এবং তা যে ক্যানসারের মতো মরণব্যধির সম্ভাবনা সৃষ্টি করতে পারে। কর্মশালায় উপস্থিত ছিলেন কোয়াইর অতিরিক্ত মহানির্দেশক বিক্রম তিওয়াথিয়া, কলকাতা টেলিফোন সার্কেলের অতিরিক্ত মহাপরিচালক অতনু ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য টেলিকম সার্কেলের অতিরিক্ত মহাপরিচালক অপূর্ব দাস, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিয়েশন অঙ্কোলজির বিভাগীয় প্রধান ডা. শ্যামল সরকারসহ অনেকে। কর্মশালায় মোবাইল ব্যবহারে কিছু বিধি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এগুলো হলো একটানা ছয় মিনিটের বেশি কথা বলা উচিত নয়, কথা বলার চেয়ে বেশি করে এসএমএস পাঠানো উচিত, যে এলাকায় মোবাইল ফোনের টাওয়ারে সিগনাল কম সেখানে কথা বলা উচিত নয়; এতে বেশি করে বিকিরণ ছড়ায় এবং বাড়িতে ল্যান্ডফোন থাকলে তা বেশি করে ব্যবহার করা উচিত। —অমর সাহা, কলকাতা