Thank you for trying Sticky AMP!!

যা করলে তিনি ধরা পড়তেন না

দীর্ঘ দুই বছর ধরে মেধা ও শ্রম খরচ করে সোনালী ব্যাংক থেকে প্রায় ১৭ কোটি টাকা চুরি করেন সোহেল। কিন্তু ধরা পড়তে সময় লাগল মোটে দু দিন। সোহেল যদি ধরা না পড়তেন, তাহলে কেমন হতো? ধরা না পড়ার জন্য কীই-বা করতে হতো তাঁকে? 

আঁকা: শিখা

রাজনীতির ব্যবহার
দুই বছরের বেশির ভাগ সময় সোহেলকে ব্যয় করতে হতো রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার জন্য। মাথার ওপর কোনো নেতার ছায়া থাকলে প্রায় ১৭ কোটি কেন, ১৭০০ কোটি টাকা নিয়েও হাসতে হাসতে বের হয়ে যেতে পারতেন ব্যাংক থেকে। কষ্ট করে সুড়ঙ্গ খোঁড়ারও দরকার হতো না। উপরন্তু ব্যাংক থেকে আবার ডাকা হতো তাকে।
স্যার ১০/২০ কোটি টাকা লাগলে ফোন দেবেন, বাসায় পৌঁছে দেব।

আঁকা: শিখা

অভিজ্ঞতা সঞ্চয়

যেকোনো কাজেই অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সোহেলের মাথায় বুদ্ধি থাকলেও তাঁর ছিল অভিজ্ঞতার অভাব। তা না হলে কত চোর সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ধরা পড়লেন কিনা তিনি! তাঁর উচিত ছিল ছোটখাটো চুরি করে হাত পাকিয়ে নেওয়া। তারপর ১৭ কোটির প্রজেক্টে হাত দেওয়া। তবেই তিনি হতে পারতেন সফল চোর।
অভিজ্ঞতা তো সঞ্চয় করলাম গুরু, সফল হইতে পারুম?
আরে, কস কী, এইভাবে চলতে থাকলে মিনিস্টার লেভেলে পৌঁছায়া যাবি!