Thank you for trying Sticky AMP!!

রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

রাজধানীর একটি অনুষ্ঠানে স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে এক্সপো মেকার।

বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। এ মেলায় বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়ে পাওয়া যাবে। এ ছাড়া মেলা উপলক্ষে পণ্য কিনলে উপহার থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটা অষ্টম প্রদর্শনী। এ উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে মেলার আয়োজক এক্সপো মেকার। অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। ইতিমধ্যে স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, উই, অপ্পো, শাওমি, সনি র‍্যাংগস, আসুস জেনফোন, নকিয়া, লাভা, মাইক্রোম্যাক্স, লেনোভো, ডিসিএল, উইনম্যাক্স, গ্যাজেট অ্যান্ড গ্যাজেট, ডিটেল, এডাটা, আজকের ডিলসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকেরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা পরস্পরের প্রতিযোগী নয়, বরং সহযোগী হিসেবে কাজ করছি। এই মেলা আমাদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এবারের মেলায় স্যামসাংয়ের তিনটি নতুন মডেল প্রদর্শন করা হবে।’

হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক সুমন সাহা বলেন, এবারে বড় পরিসরে হুয়াওয়ে অংশ নিচ্ছে। হ্যান্ডসেটের পাশাপাশি হুয়াওয়ের নানা এক্সেসরিজ থাকবে। নতুন সিরিজের ফোন উন্মোচন করা হবে। গ্রাহকদের নানা উপহার ও ছাড় দেবে হুয়াওয়ে।

উই স্মার্ট সলিউশনের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ বলেন, ‘স্মার্টফোন ও ট্যাব মেলা একটি অনন্য ও সুন্দর আয়োজন। গতবারের তুলনায় এবার আমরা গ্রাহকদের আরও বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করব। আমাদের বিভিন্ন এক্সেসরিজও উন্মোচন করা হবে।’

এডিসন গ্রুপের (সিম্ফনি মোবাইল) হেড অব রিটেইল ডেভেলপমেন্ট মো. আসাদুজ্জামান বলেন, এই মেলার মাধ্যমে নতুন ফ্ল্যাগশিপ মডেলের স্মার্টফোন উন্মোচন করা হবে। প্রতিটি মোবাইলের সঙ্গে উপহার ও ছাড় থাকবে।

অপো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগের প্রধান ইফতেখার উদ্দিন সানি বলেন, ‘এবারের মেলায় আমরা নতুন মডেলের হ্যান্ডসেট আনব। থাকবে নানা ছাড় ও উপহার।’

শাওমি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, ‘আমাদের লক্ষ্য অনুযায়ী আমরা কিছু উদ্ভাবনী পণ্য নিয়ে আসব। প্রতিটি পণ্যের সঙ্গে উপহার থাকবে। এ ছাড়া নতুন পণ্য উন্মোচন করা হবে।’