Thank you for trying Sticky AMP!!

লোহা উৎপাদনের পরিবেশবান্ধব পদ্ধতি

আকরিক থেকে ধাতব লোহা আহরণের নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইডের নির্গমন নিয়ন্ত্রণ সম্ভব হবে। প্রক্রিয়াটি  সম্পন্ন হবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এবং এতে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত হবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীদের এই গবেষণার প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, মল্টেন অক্সাইড ইলেকট্রোলাইসিস (এমওই) নামের এই পদ্ধতিতে লোহা আহরণ তুলনামূলক সহজ। এ ছাড়া এতে জ্বালানিরও উল্লেখযোগ্য সাশ্রয় হয়। পাশাপাশি ইস্পাত তৈরির সময় কার্বন ডাই-অক্সাইড নিয়ন্ত্রণেও এমওই বিশেষ কার্যকর হবে। এএফপি।