Thank you for trying Sticky AMP!!

সবচেয়ে শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ

সবচেয়ে শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের (জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ) নির্মাণকাজ চলছে পুরোদমে। এটির বিভিন্ন অংশ তৈরির কাজ শেষ। এখন কয়েক দিনের মধ্যেই তা সংযুক্ত করার অপেক্ষা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) গত সোমবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ওই টেলিস্কোপের ১৮টি প্রাথমিক আয়না ও চারটি বৈজ্ঞানিক যন্ত্র সংরক্ষিত রয়েছে। নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও কানাডীয় মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে ৮৮০ কোটি মার্কিন ডলার ব্যয়ে তৈরি হচ্ছে জেমস ওয়েব। এটি মহাকাশের উদ্দেশে যাত্রা করবে ২০১৮ সালে এবং দূর মহাকাশের বিভিন্ন তথ্য ও নক্ষত্রপুঞ্জের সৃষ্টি সম্পর্কে জানাবে। এ ছাড়া এটি বর্তমানে মহাকাশে অবস্থানরত হাবল স্পেস টেলিস্কোপের পরিবর্তে ব্যবহূত হবে। এএফপি।