Thank you for trying Sticky AMP!!

সাদামাটায় আস্থা

নজরকাড়া চেহারার চেয়ে সাদামাটা বা গড়পড়তা চেহারার মানুষকেই সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে করার প্রবণতা আমাদের মধ্যে বেশি। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের রটবাউট নাইমেজান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ ব্যাপারে সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক কারমাল সোফার বলেন, সাংস্কৃতিক কারণে গড়পড়তা চেহারাগুলোকে পরিচিত ও আপন মনে হতে পারে। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের সহাবস্থানের কারণে এ ধরনের প্রবণতা তৈরির সম্ভাবনা রয়েছে। তবে মানুষের আস্থা অর্জনবিষয়ক সামাজিক আচরণে চেহারা অবশ্যই প্রভাবশালী ভূমিকা রাখে। আকর্ষণীয় চেহারা পছন্দ করলেও বিশ্বস্ততার জন্য সাদামাটা চেহারার কাউকে সাধারণত বেছে নেয় মানুষ। আইএএনএস।