Thank you for trying Sticky AMP!!

সুড়ঙ্গ

জঙ্গপ্রিয় বঙ্গবাসী
রঙ্গ দেখো রঙ্গ
ভল্টে এখন নাই রে কিছু,
দায়ী কে? সুড়ঙ্গ!

সুড়ঙ্গটা গেছে কোথায়—
নরক নাকি স্বর্গে?
তত্ত্বকথা জানতে গুরুর
হাতে-পায়ে ধর গে।

কেউ দেখেনি কেউ জানেনি
বিস্ময়কর কর্ম
অপরাধী খুঁজতে পুলিশ
হচ্ছে গলদঘর্ম।

এমন জিনিস খোঁড়ে যারা
ধন্য তারা ধন্য
ইন্টেলিজেন্ট লোক হিসেবে
সবার আগে গণ্য।

অন্ধকারে গুনছে টাকা
কোটি এবং লক্ষ
পরের টাকা করতে চুরি
কাঁপে না হাত বক্ষ।

ঠেকায় কে আর বাড়িগাড়ি
থাকলে ওসব ভাগ্যে
আঙুল ফুলে কলাগাছের
বিধান মানি, আজ্ঞে।

খুব জরুরি বিদ্যা এখন
দেয়াল ভেঙে ব্যাংকে
র‌্যাংক বাড়াতে গিয়ে উহু
ধরল চেপে ঠ্যাং কে?

কাণ্ড আজব বগুড়াতে
কিংবা কিশোরগঞ্জে
রহস্যটা জানতে সবার
আঁকুপাঁকু মন যে।

ঘটবে আবার ঘটবে আবার
হচ্ছে মনে শঙ্কা
সরকারি মাল দরিয়াতে,
বাজাও জয়ডঙ্কা!