Thank you for trying Sticky AMP!!

সৌহার্দ্য আনে সমবণ্টন

noname

মা-বাবা যদি সন্তানদের মধ্যে অর্থ বণ্টনে বৈষম্য করেন, পরিণামে সহোদরদের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে। নতুন এক গবেষণার ভিত্তিতে মার্কিন বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। জার্নাল অব ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষকেরা বলছেন, অভিভাবকেরা দুজন শিশুসন্তানের কোনো একজনকে তুলনামূলক বেশি অর্থ দিলে তা সুদূরপ্রসারী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ, এতে ভাই-বোনের মধ্যে যে দ্বন্দ্ব ও পারস্পরিক অসন্তোষ তৈরি হয়, তা প্রাপ্তবয়স্ক পর্যায় পর্যন্ত অটুট থাকতে পারে। নিউইয়র্কের জুকার হিলসাইড হসপিটালের মনোরোগ বিশেষজ্ঞ ভিক্টর ফর্নারি বলেন, অসম বণ্টনের মাধ্যমে অভিভাবকেরা নিজেদের অজান্তেই সন্তানদের সম্পর্কে একধরনের জটিলতা তৈরি করে দেন। কিন্তু সমবণ্টন আনে সৌহার্দ্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক সোনিয়া সিয়েনিক প্রায় এক হাজার ৫০০ জোড়া সহোদরের সম্পর্ক নিয়ে জরিপ চালান। প্রাথমিক পর্যায়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হয় ১৯৯৬ সালে। তাদের বয়স ১৮ থেকে ২৭ বছরে পৌঁছানোর পর ২০০১-০২ সালে আবার তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়। লাইভসায়েন্স।