Thank you for trying Sticky AMP!!

হরতালীয় সংগীত

আঁকা: জুনায়েদ

খ্যাতনামা কবি ও শিল্পীরা যদি হরতালে অবরুদ্ধ নগরে বসে এই গানগুলো লিখতেন বা গাইতেন, তাহলে কেমন হতো?

রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি যে বোমার আগুন জ্বালিয়ে দিলে মোর বাসে,
সে আগুন ছড়িয়ে গেল,
সে আগুন ছড়িয়ে গেল চারপাশে, চারপাশে, চারপাশে!

আইয়ুব বাচ্চু
এক শহরের গাড়ি তুই একা ভাঙিস নে,
ভাঙতে দিস তুই কিছু মোরে!
ওরে সব টায়ার তুই একাই জ্বালাস নে,
একটু পোড়াতে তুই দিস মোরে!

মিলন মাহমুদ
চলো সবাই!
জীবনের আহ্বানে দৌড়ে দৌড়ে পালাই,
দিকে দিকে একি শুনি ককটেলের ধুমধাম,
ব্যথা ভুলে ছুটে চলো বাঁচাতে এ প্রিয় জান!

মমতাজ
ফাইট্টা যায়, ককটেল ফাইট্টা যায়!
বন্ধু যখন লাঠি লইয়া, আমার গাড়ি ভাইঙ্গা দিয়া
চিক্কুর পাইড়া হাইট্টা যায়, ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়।

চিরকুট ব্যান্ড
বোমা ফাটে, মাঠে-ঘাটে, গঙ্গাবুড়ির শহরে!
ককটেল হাতে কাঁদিস কেন, টিয়ার গ্যাসের জ্বালায় রে?
ওহ নো সিগন্যাল, রেড ফায়ার টায়ারে টায়ারে,
এ শহর বোমার শহর, হরতালের এই ঢাকারে,
এ শহর লাঠির শহর, আগুনপুরী আমাদের!
 রাহাত আরা কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়