Thank you for trying Sticky AMP!!

২০১৫ নতুন বছরের নতুন প্রযুক্তি

২০১৫ নতুন বছরের নতুন প্রযুক্তি

জানুয়ারির শুরুতেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এই মেলাতেই ধারণা মেলে বছরজুড়ে প্রযুক্তির ধারা কোন দিকে যাবে। এবারে ৬ থেকে ৯ জানুয়ারি হয়ে গেল সিইএস-২০১৫। মেলার কিছু প্রযুক্তি পণ্য দেখা যাক এখানে। সূত্র: এএফপি
এই আংটি তার ছাড়াই যুক্ত হতে পারে স্মার্টফোনের সঙ্গে। এরপর আংটি দিয়েই ঘরের বাতি জ্বালানো বা নেভানো, পর্দা টানার মতো কাজ করা যায়
এইচপি প্রাউট নামে এ কম্পিউটারের সামনে আলো দিয়ে তৈরি হবে পিয়ানোর কি-বোর্ড। আর সেখানে আঙুল ছুঁয়েই তোলা যাবে পিয়ানোর সুর
বার্গের এই স্মার্টওয়াচের ডান দিকে আছে লেন্স। যা দিয়ে এটি ভিডিও ধারণ করতে পারে। এতে আছে সিমকার্ড ঢোকানোর স্লট, ভিডিও ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড স্লট, ব্লুটুথ ও জিপিএস
ফরাসি প্রতিষ্ঠান এমইজি এনেছে জেম মনিটর। এটি পরিবেশের পরিবর্তনগুলো ধরতে পারে সেন্সরের সাহায্যে। আর সেই তথ্য পাঠিয়ে দিতে পারে কম্পিউটারে
স্কুটারটি ঢাকা আছে সৌরবিদ্যুৎ প্যানেলে। কিউসোলারের এই স্কুটারের সোলার প্যানেল প্রতিদিন ৯০ ওয়াট বিদু৵ৎ উৎপাদন করে, যা দিয়ে স্কুটারটি ১০ থেকে ১৫ কিলোমিটার চলতে পারে
এইচজেডওর পানিরোধী টেলিভিশন। এই টিভির চারদিকে রয়েছে অর্গানিক পলিমারের এক আবরণ
টিসিএলের এইচ৯৭০০ টেলিভিশন। স্পষ্ট ছবির জন্য এতে যোগ হয়েছে কোয়ান্টাম ডট কালার প্রযুক্তি
ডগি ডোরস—পোষা কুকুরের দরজা খোলা বা বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে। কুকুরের কলারেও আছে সেন্সর
এই রিস্টব্যান্ড বা কবজিবন্ধ খোঁজ রাখবে শরীরের সুখ-অসুখের। এর সেন্সর ত্বক থেকে পাবে নানা তথ্য।