Thank you for trying Sticky AMP!!

২৫ পূর্ণ হলো ওয়েবের

২৫ বছর আগে স্যার টিম বার্নার্স-লির হাতে যাত্রা শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব

ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি ১৯৯১ সালের ৬ আগস্ট বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু করেন। সে হিসাবে গতকাল শনিবার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ২৫ বছর পূর্ণ হলো। লেখা ও কিছু হাইপার লিংকের সমন্বয়ে সাদামাটা ওয়েবসাইট ছিল এটি।
বার্নার্স-লির সেদিনের সেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একবিংশ শতাব্দীতে এসে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ব্যবহার্য বিষয়ে পরিণত হয়েছে। মানুষ যেন দরকারি তথ্য ও নথি সহজে খুঁজে পায়, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এমন এক ব্যবস্থা বানাতে চেয়েছিলেন তিনি। প্রথম ওয়েবসাইটেই তাঁর সেই পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।
টিম বার্নার্স-লি সে সময় সুইজারল্যান্ডের জেনেভায় গবেষণা সংস্থা সার্নের সদর দপ্তরে কাজ করতেন। তাঁর নেক্সট কম্পিউটারে প্রথম ওয়েব পেজ চালু করা হলে সে সময় উপস্থিত সবাই তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান। ওয়েবসাইটটি এখনো http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html ঠিকানায় সচল আছে। ওয়েব কীভাবে কাজ করবে, কীভাবে বিভিন্ন ডকুমেন্টে প্রবেশ করা যাবে এবং নিজেদের সার্ভারে স্থাপন করা যাবে, তার নির্দেশনা ছিল এই ওয়েবসাইটে।
 সূত্র: দ্য টেলিগ্রাফ