Thank you for trying Sticky AMP!!

৩২ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে ভারত সরকার

জাতীয় নিরাপত্তার দিক বিবেচনা করে ভারত সরকার সে দেশে বুধবার রাতে ৩২টি ওয়েবসাইট বন্ধ বা ব্লক করে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভিমিও, ডেইলিমোশন, আর্কাইভ ডটওআরজি, পেস্টবিন, গিটহাব, উইবলির মতো জনপ্রিয় ওয়েবসাইট।

ভারত সরকারের অভিযোগ, এসব ওয়েবসাইটে আইসিয়ের মতো জঙ্গি সংগঠনগুলো ভারতবিরোধী কাজকর্ম চালাচ্ছিল। তবে গত বছরের ৩১ ডিসেম্বর রাতে এই নিষেধাজ্ঞা জারির পর চারটি ওয়েবসাইট তাদের আপত্তিকর পেজগুলো সরিয়ে নিলে সেগুলো আবার খুলে (আনব্লক) দেওয়া হয়। বুধবার রাতে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ ওঠে, এসব ওয়েবসাইট ব্যবহার করে ভারতীয় যুবকদের আইসিসে যোগ দিতে উৎসাহিত করা হচ্ছিল। আফগানিস্তান ও ইরাকে জঙ্গি কার্যকলাপ সম্পর্কে নানা তথ্যও প্রকাশ করা হচ্ছিল। শুধু তা-ই নয়, এই অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে মহারাস্ট্রের অ্যান্টি টেররিজম স্কোয়াড মুম্বাই আদালতে আবেদন জানায় ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য। এরপর আদালত থেকে এই ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই কেন্দ্রীয় সরকার এই ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।