Thank you for trying Sticky AMP!!

শিক্ষকদের সঙ্গে হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করা ছাত্রীরা

গৌরনদীর সেই ডিজিটাল বিদ্যালয়ের শতভাগ ছাত্রী এসএসসি পাস করেছে

গত ১৪ জানুয়ারি প্রথম আলোয় বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ‘গৌরনদীর এক স্কুলের ডিজিটাল হয়ে ওঠার গল্প’ শিরোনামে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, অসচ্ছল পরিবারের নারী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রজেক্টরের সাহায্যে নিয়মিত অনলাইনে ক্লাস করানো হয়। এসব ক্লাস করান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশি-বিদেশি বিভিন্ন শিক্ষক। অনলাইনে দূর থেকে যাঁরা পড়ান, তাঁদের কেউই পড়ানোর বিনিময়ে কোনো অর্থ নেন না। শিক্ষকদের এ পরিশ্রম সফল হয়েছে। এ বছর ডিজিটাল বিদ্যালয়টির শতভাগ ছাত্রী এসএসসি পাস করেছে।

সব পরীক্ষার্থী এসএসসি পাস করায় হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী, অভিভাবক, শিক্ষক, পরিচালনা কমিটি ও দেশি-বিদেশি শিক্ষকেরা আনন্দিত। এ বিষয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেন বলেন, ‘বিদ্যালয়টিতে বিনা মূল্যে পড়াশোনা করতে পারে শিক্ষার্থীরা। এ বছর মোট ১৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি আলোকিত মানুষ গড়ে তুলতে কাজ করবে বিদ্যালয়টি।’

বিদ্যালয়ের শিক্ষার্থী মোসাম্মাত জান্নাত বলে, ‘দেশ-বিদেশের শিক্ষকেরা ভালো ফলাফলের জন্য আমাদের নিয়মিত অনুপ্রেরণা দিয়েছেন। ভালো ফলাফলের পাশাপাশি সত্য ও সুন্দরের সঙ্গে থাকতেও শিখিয়েছেন তাঁরা। আজ আমরা সবাই আনন্দিত।’

Also Read: গৌরনদীর এক স্কুলের ডিজিটাল হয়ে ওঠার গল্প

উল্লেখ্য, হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত শিক্ষকেরা সরাসরি পাঠদান করেন। একই সঙ্গে প্রজেক্টরের মাধ্যমে অনলাইনে ক্লাস করান বাইরের শিক্ষকেরা। তাঁদের কেউ ভারত, কেউ কানাডা বা অস্ট্রেলিয়া থেকে অনলাইনে ক্লাস করান। ঢাকা থেকেও পাঁচজন ক্লাস নেন অনলাইনে। এ তালিকায় প্রবাসী বাংলাদেশি শিক্ষক যেমন আছেন, তেমনি বিদেশি শিক্ষকও আছেন। ফলে গৌরনদীতে বসেই অনলাইনে বিশ্বমানের পড়াশোনার সুযোগ মিলছে এ বিদ্যালয়ে।