Thank you for trying Sticky AMP!!

ইউরোপে ছড়ানোর পরই ইন্টারনেটের প্রসার বাড়তে থাকে

যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপে ইন্টারনেট

১৬ মার্চ ১৯৯০

ইউরোপে নিজেদের উচ্চগতির নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন।

১৬ মার্চ ১৭৮৯

জার্মান পদার্থবিদ ও গণিতজ্ঞ জর্জ সিমন ওহম জার্মানির এরলেনজেনে জন্মগ্রহণ করেন। ওহমের সূত্রের জন্য তিনি খ্যাত।

১৬ মার্চ ১৯৫৩

মার্কিন কম্পিউটার প্রোগ্রামার এবং মুক্ত সফটওয়্যার আন্দোলনের অন্যতম পথিকৃৎ রিচার্ড ম্যাথিউ স্টলম্যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।

১৬ মার্চ ১৯৯০
যুক্তরাষ্ট্র ছাড়িয়ে ইউরোপে ইন্টারনেট
ইউরোপে নিজেদের উচ্চগতির নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। এর পাঁচ বছর আগে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক (এনএসএফনেট) গড়ে ওঠায় দ্রুত আধুনিক ইন্টারনেটের উন্নয়ন ঘটতে থাকা যুক্তরাষ্ট্রের পাঁচটি সুপারকম্পিউটার কেন্দ্র এনএসএফনেটে যুক্ত ছিল। ইউরোপে নেটওয়ার্ক বিস্তৃত হওয়ার পর ১৯৯০ সালেই সুইজারল্যান্ডের সার্নে টিম বার্নার্স–লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভাষা এইচটিএমএল (হাইপার–টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) উন্নয়ন করেন। এরপরই ইন্টারনেটের ব্যাপক প্রসার ঘটে বিশ্বজুড়ে।

জর্জ ওহম

১৬ মার্চ ১৭৮৯
জর্জ ওহমের জন্ম
জার্মান পদার্থবিদ ও গণিতজ্ঞ জর্জ সিমন ওহম জার্মানির এরলেনজেনে জন্মগ্রহণ করেন। একজন স্কুলশিক্ষক হিসেবে ওহম সেই সময় ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা উদ্ভাবিত ইলেকট্রো-মেকানিক্যাল সেল নিয়ে গবেষণা শুরু করেন। নিজের তৈরি উপকরণ দিয়ে ওহম তড়িৎপ্রবাহের সঙ্গে রোধ ও বিভব পার্থক্যের সম্পর্ক বের করেন তিনি। এই সম্পর্কের তত্বটি ওহমের সূত্র নামে পরিচিত। এ ছাড়া তিনি ওহমের ফেজ সূত্র ও ওহমের অ্যাকুইস্টিক সূত্রও দিয়েছেন। ওহম ১৮৪১ সালে কপলি পদক পান। ১৮৫৪ সালের ৬ জুলাই জর্জ ওহম মারা যান।

রিচার্ড স্টলম্যান

১৬ মার্চ ১৯৫৩
রিচার্ড স্টলম্যানের জন্ম
মার্কিন কম্পিউটার প্রোগ্রামার এবং মুক্ত সফটওয়্যার অ্যাকটিভিস্ট রিচার্ড ম্যাথিউ স্টলম্যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। সফটওয়্যার এমনভাবে বিতরণ করতে হবে, যাতে সেটি ব্যবহারের, নিরীক্ষা করার, বিতরণ করার এবং উন্নত করার স্বাধীনতা ব্যবহারকারীর থাকে। স্টলম্যান ১৯৮৩ সালে জিএনইউ (নট ইউনিক্স) প্রকল্প চালু করেন। পরে ১৯৮৫ সালের অক্টোবরে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন (এফএসএফ) প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশন থেকে জিএইউ কম্প্লাইয়ার ও জিএনইউ এমাকস প্রোগ্রাম তৈরি করেন এবং জিএইইউ জেনারেল পাবলিক লাইসেন্সের সব সংস্করণ প্রণয়ন করেন।

মুক্ত সফটওয়্যার অ্যাকটিভিস্ট স্টলম্যান

‘কপিলেফট’ ধারণার পথিকৃৎ রিচার্ড স্টলম্যান। কপিরাইট আইনের মূলনীতি ব্যবহার করে সফটওয়্যার ব্যবহার, উন্নত করা ও বিতরণের স্বাধীনতা আছে কপিলেফট ধারণার মূলে। স্টলম্যান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক, তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতেও (এমআইটি) পড়াশোনা করেছেন। ১৯৮৯ সালে তিনি লিগ ফর প্রোগ্রামিং ফ্রিডম প্রতিষ্ঠা করেন। তিনি সফটওয়্যার পেটেন্ট–স্বত্ব বাতিলের পক্ষে প্রচারণা চালান।
২০১৯ সালের সেপ্টেম্বরে স্টলম্যান এফএসএফের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং এমআইটির ভিজিটিং সায়েন্টিস্টের পদও ছেড়ে দেন। তবে তিনি জিএনইউর সভাপতি হিসেবে রয়ে যান। ২০২১ সালে আবার এফএসএফের পরিচালনা পর্ষদে ফিরে আসেন রিচার্ড স্টলম্যান।