Thank you for trying Sticky AMP!!

ইউটিউব

অ্যাড ব্লকারের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের অ্যাপে দেখা যাবে না ইউটিউব ভিডিও

ইউটিউব ভিডিওতে দিন দিন বিজ্ঞাপনের সংখ্যা বেড়ে চলেছে। তাই অ্যাড ব্লকার ব্যবহার করে ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখেন অনেকেই। এ সমস্যা সমাধানে গত বছর থেকে বিভিন্ন দেশে অ্যাড ব্লকার ব্যবহারকারীদের ভিডিও দেখার সুযোগ বন্ধ করেছে ইউটিউব। এবার অ্যাড ব্লকারের পাশাপাশি তৃতীয় পক্ষের বা থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার সুযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। নতুন এ সিদ্ধান্তের ফলে অ্যাড ব্লকার ও থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে কোনো ইউটিউব ভিডিও দেখা যাবে না।

ইউটিউবের তথ্যমতে, থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপগুলোকে বিজ্ঞাপন বন্ধের অনুমতি দেয় না ইউটিউব। কারণ, ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর কারণেই বিশ্বের কোটি কোটি মানুষ বিনা মূল্যে ইউটিউব ব্যবহার করতে পারেন। নতুন এ সিদ্ধান্তের ফলে শিগগিরই বিভিন্ন দেশ থেকে থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপের মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখা যাবে না। বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য অর্থের বিনিময়ে ইউটিউব প্রিমিয়াম সুবিধা ব্যবহারের পরামর্শও দিয়েছে অনলাইনে ভিডিও দেখা ও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইটটি।

Also Read: ইউটিউব থেকে অর্থ আয়ের সুযোগ যেসব কারণে বন্ধ হতে পারে

উল্লেখ্য, আয়ের পাশাপাশি নির্মাতাদের আর্থিক সহায়তা দিতে বিভিন্ন ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করে ইউটিউব। তাই অ্যাড ব্লকার ও থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহার করলে কমসংখ্যক মানুষ বিজ্ঞাপন দেখেন। ফলে ইউটিউবের আয়ের পরিমাণ কম হওয়ায় নির্মাতারাও কম অর্থ পান। এ সমস্যার সমাধান করতে পর্যায়ক্রমে সব দেশে অ্যাড ব্লকার ও থার্ড পার্টি প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহার বন্ধ করতে চায় ইউটিউব।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Also Read: ইউটিউবে যেসব বিষয়ের ভিডিও বেশি দেখা হয়