Thank you for trying Sticky AMP!!

ওয়েবপি ফরম্যাটের ছবি

ওয়েবপি ছবিকে জেপিজি বা পিএনজিতে রূপান্তর

ছবিকে সংকোচন করে সংরক্ষণ ও প্রদর্শন করায় বেশ জনপ্রিয়তা পেয়েছে গুগলের তৈরি ওয়েবপি ফরম্যাট। গুগলের তৈরি ফরম্যাটটি জেপিজি ছবিকে সর্বোচ্চ ৩৪ এবং পিএনজি ছবিকে ২৬ শতাংশ ছোট করতে পারে। আর তাই ছবির আকার কমিয়ে ওয়েবসাইটের গতি বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটে ওয়েবপি ফরম্যাটের ছবি ব্যবহার করে। এসব ওয়েবসাইট থেকে ছবিগুলো নামালে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ওয়েবপি ফরম্যাটে সংরক্ষণ হয়। ফলে ছবিগুলো ব্যবহার করা যায় না। মাইক্রোসফট পেইন্টের সাহায্যে ওয়েবপি ফরম্যাটের ছবিকে সহজেই জেপিজি বা পিএনজিতে রূপান্তর করা সম্ভব।

Also Read: দ্রুত গুগল সার্চের পাঁচ কৌশল

ওয়েবপি ফরম্যাটের ছবিকে জেপিজি বা পিএনজিতে রূপান্তরের জন্য প্রথমে কম্পিউটারে থাকা ওয়েবপি ফরম্যাটের ছবির ওপর কারসর রেখে মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। এবার open with অপশনে ক্লিক করে Paint নির্বাচন করতে হবে। এরপর File অপশন থেকে Save as নির্বাচন করলেই নতুন উইন্ডো চালু হবে। এখানে ছবি সংরক্ষণের ফরম্যাট হিসেবে জেপিইজি বা পিএনজি নির্বাচন করলেই ছবিটি ওয়েবপি থেকে জেপিজি বা পিএনজিতে রূপান্তর হয়ে যাবে।

Also Read: স্মার্টফোনে ভিডিওর আকার কমাবেন যেভাবে